সরাইলের দুই মানবতার কাঙ্গাল। মানুষের জন্য যাদের বুক ভরা ভালবাসা। বিদ্যমান মানবিক সংকটে মানুষের জন্য তাদের হৃদয়ে নিরব হাহাকার। যখন আমরা অনেকেই জীবনের মায়ায় ঘরে ছেড়ে বাহিরে যেতে দ্বিধাবোধ করি। তখনো দুজন বাহিরে,ঘরছাড়া,গ্রামে গ্রামে ছুটছেন। তারা নিজেরা কতটা বিত্তবান জানিনা। তবে তারা মনের দিক থেকে রাজা-মহারাজা। সাধ্য অনুযায়ী আজ পর্যন্ত তিনশত মানুষের দরজায় দাঁড়িয়েছে মানবিক কারণে। সহায়তা করেছে, খাদ্য সামগ্রী ও নগদ অর্থও দিয়েছে। সংকট শুরুতে এ দুজনই প্রথম সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়ান। যদিও এ কাজে বিত্তবান, বন্ধু বান্ধব সহযোগিতা করেছেন। ধীরে ধীরে অনেকেই এগিয়ে আসেন। তারা হলেন সাদাকাত হিরু ও রওশন আলী। দুজনই লেখালেখির মানুষ। সমসাময়িক বিভিন্ন ঘটনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তারা প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। সরাইলের গনমানুষের পরিচিত প্রিয় মুখ। আমার বন্ধু মানুষ। নোয়াগাঁও ইউনিয়নের পূর্ব সীমান্তে আমার নিজ গ্রাম কুচনী আজ দশজন গরীব মানুষকে ঈদ সামগ্রী উপহার দিয়ে গেছেন আমার আহবানে।করোনা সংকট শুরুর দিক থেকে প্রতিদিন কোন না কোন গ্রামে নিজের ও ঘনিষ্টজনদের অর্থায়নে খাদ্য সহায়তা বিতরণ করে আসছেন। যদিও আমি আমার ঘনিষ্ট জনৈক জনপ্রতিনিধিকে ও অপর একজন কর্তা ব্যক্তিকে আমার গ্রামের আরো গরিবদের সহায়তার অনুরোধ করেছি। কেউ কথা না রাখলেও দুজন মানবতার সওদাগর কথা রেখেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের মতো সোনার মানুষের জন্য আমার অফুরন্ত ভালবাসা।।