স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের আউটলেটের (এজেন্ট ব্যাংকিং) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ব্যাংকটির উক্ত আউটলেটের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান মোঃ বজলুর রহমান।
তালশহর এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মামুনের সভাপতিত্বে ও স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক সুহিলপুর এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী এস এস শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুলতানপুর এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া ও ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সিনিয়র অফিসার সোহেল রানা।
বক্তৃতা করেন, ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
আলোচনা সভা শেষে লেনদেন, রেমিটেন্স উত্তোলন, ডিপোজিট ইত্যাদি বিবেচনায় বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ট গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের পুরষ্কার প্রদান করা হয়।