স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নিজস্ব ক্যালেন্ডার ও ডায়েরির মোড়ক উন্মোচন গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দফতরের পদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রথম ডায়েরি ও ক্যালেন্ডার প্রকাশ করা হলো। গত মঙ্গলবার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সিভিল সার্জন একরাম উল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. আবু সাঈদ প্রমুখ।