স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় আশুগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রফেসর মিজানুর রহমান, হাজী সাইদুর রহমান, মো. মোশারফ মুন্সি, হাজী নাছির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিমা সুলতানা,তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাদল সাদির,দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেক হোসেন,সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন,তাল শহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক মো. নাহিদ ভূইয়া,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. রাফি হোসেন শিয়ন,মো.রবিল সানি প্রমূখ।