আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের বিচার ও রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহত্তর তেজগাঁও ও শেরেবাংলা নগর জোন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মিছিলটি হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দীন সিফাত, মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির, মুশফিকুর রহমান জোহান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার আনার সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। কোনো সংস্থার দুরভিসন্ধি দ্বারা খুনি-সন্ত্রাসীদের রাজনীতি করতে দেওয়া হবে না। এটা খুনি মাফিয়াদের দল। তাদের দল হিসেবে বিচার করতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতে অন্য কোনো দলের মধ্য দিয়ে বাংলাদেশে যেন ফ্যাসিবাদ না আসে, সে জন্য আমরা সংস্কারের কথা বলেছি। শেখ হাসিনার মতো এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা আমরা চাই না। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই– দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
সালেহ উদ্দীন সিফাত বলেন, আমরা আওয়ামী লীগের বিচারের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের দাবি জানাই। আমরা শুরু থেকে বলছি, আমরা গণপরিষদ নির্বাচন চাই। যারা বলছে, আমরা সাধারণ নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি, তারা মূলত গণপরিষদ নির্বাচনের পক্ষে না দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কার কার্যক্রম পিছিয়ে দিতে চাচ্ছে।