ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে আনতে’ একমত পাঁচ দল
ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে আনতে’ একমত হয়েছে পাঁচ ইসলামী দল। বুধবার রাজধানীর পল্টনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলগুলোর সংলাপে এ সিদ্ধান্ত হয়। এতে আরও অংশ নেয় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম পার্টি।

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়া এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য হয়েছে পাঁচ দলের।
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সংলাপ শেষে বলেন, ইসলামি দলগুলোর ভোট এক বাক্সে পাঠাতে কাজ অনেক দূর এগিয়েছে। সব দলের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য সবাই একমত হয়েছেন।
চরমোনাই পীর করীম বলেন, বিদেশিরা যাতে বাংলাদেশকে নিয়ে টালবাহানা না করতে পারে- এতে ঐকমত্য হয়েছে। নারী বিষয়ক সংস্কার মিশন সম্পূর্ণ বাতিল করতে হবে। না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারীদের বিচার দ্রুত করতে হবে। পাচার করা টাকা ফেরত আনতে হবে।
সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় কত দিন- প্রশ্নে রেজাউল করীম বলেন, নির্ধারিত সময় বলা যায় না। আমাদের চাওয়া সংস্কার যাতে দ্রুত হয়।
সংলাপে অংশ নেন বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জমিয়তের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফতের মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।