বলিউডকে ‘ভুয়া’ বাবিলের কান্না, বিবৃতি দিয়ে যা বলল পরিবার
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে অভিনেতা বাবিল খানের একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে বলিউডকে ‘ভুয়া’ বলে উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েন ইরফানপুত্র বাবিল। পরে তার পরিবার ও টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বাবিলের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে অনন্যা পাণ্ডে, শনায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর ও গায়ক অরিজিৎ সিংয়ের নাম উল্লেখ করেন বাবিল।
এ ঘটনার পর আজ একটি বিবৃতিতে বাবিলের মানসিক অবস্থার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয় এবং তার ভক্তদের আশ্বস্ত করা হয় তিনি নিরাপদে আছেন।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে বাবিল খান তার কাজ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা কথাবার্তার জন্য অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন। প্রত্যেক মানুষের মতো তারও কিছু কঠিন দিন থাকতে পারে। এটি ছিল তেমনই একটি দিন। আমরা তার সকল শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করতে চাই যে, বাবিল সম্পূর্ণ নিরাপদে আছেন এবং খুব শিগগিরই ভালো বোধ করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে বাবিল সত্যিকার অর্থেই কিছু সহশিল্পীর প্রতি সম্মান প্রকাশ করেছেন, যাদের তিনি বিশ্বাস করেন। তারা বলিউডে আন্তরিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে কাজ করছেন।
অনন্যা পাণ্ডে, শনায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিংয়ের প্রতি তার এই শ্রদ্ধা এসেছে তাঁদের কাজের প্রতি ভালোবাসা, সততা এবং আবেগপূর্ণ প্রয়াস থেকে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।